Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৮৮ বছর পর অশ্বারোহী টহল পুলিশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

ব্রিটিশ আমলে ভারতবর্ষে দেখা যেত অশ্বারোহী পুলিশ। ৮৮ বছর আগে মুম্বাইয়ের রাস্তায় প্রায়ই টহল দিতে দেখা যেত অর্শ্বারোহী (হর্স মাউন্টেড) এ পুলিশ বাহিনীকে। ঘোড়ার ক্ষুরের খটখটানিতে সজাগ হতো মুম্বাইয়ের মানুষ। দীর্ঘ প্রায় ৯ দশক পর গত রোববার সেই দৃশ্য আবার দেখা গেল। এ বছর দেশটির প্রজাতন্ত্র দিবসের প্যারেড অনুষ্ঠিত হবে শিবাজী পার্কে। তারই মহড়ায় শহরের পথে নেমেছিল পুলিশ ঘোড়সওয়ার বাহিনী। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ জানান, ১৯৩২ সালে শহরে ক্রমশ যানবাহনের সংখ্যা বাড়তে থাকায় ধীরে ধীরে স্মৃতি হয়ে যায় হর্স মাউন্টেড পুলিশ বাহিনী। তার দাবি, এখন প্রশাসনের দ্রæত যাতায়াতের জন্য জিপ, মোটরসাইকেল আছে। কিন্তু ঘিঞ্জি ও জনবহুল এলাকায় এখনও হর্স মাউন্টেড পুলিশের প্রয়োজন আছে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ