Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনে রহস্যজনক ভাইরাসে আরো ১৭ জন সংক্রমিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২০, ১২:৫০ পিএম

চীন রোববার সার্স ধরণের রহস্যজনক ভাইরাসে আক্রান্ত আরো ১৭ জনকে সনাক্ত করেছে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।চীন নববর্ষের উৎসবের প্রাক্কালে ভাইরাসের সংক্রমণে নিয়ে উদ্বিগ্ন ।এসময় লাখ লাখ লোকের চলাচল ও সমাগমে ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

সার্সের (সিভিয়ার একিউট রেসপাইরেটরি সিনড্রোম) মতো রহস্যজনক এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করে দিয়ে বলা হয় ২০০২ থেকে ২০০৩ সালে চীনের মূল ভূখন্ড এবং হংকংয়ে প্রায় ৬৫০ জন লোকের মৃত্যু হয়েছে।

মধ্যাঞ্চলীয় হুয়ান নগরীতে নতুন করে ১৭ জন ভাইরাসে আক্রান্ত হয়েছে, তাদের তিন জনের অবস্থা গুরুতর।এই ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে।

হুয়ানে এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ জন।নগর কর্তৃপক্ষ বলছে, তাদের ৮ জন গুরুতর অবস্থায় রয়েছে,১৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছে, অন্যরা চিকিৎসাধীন রয়েছে। ভাইরাসে ২ জনের মৃত্যু হয়েছে,এদের ১ জন বুধবার মারা গেছে,তার বয়স ৬৯ বছর,ফুসফুসে সংক্রমণ এবং বিভিন্ন অঙ্গ অকার্যকর হয়ে তাদের মৃত্যু হয়।

সূত্র: বাসস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ