Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জের ফতুল্লায় যুবককে কুপিয়ে হত্যা : থানায় মামলা, গ্রেফতার ১

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২০, ২:০৯ পিএম

ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় আব্দুর রহিম (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
আজ শনিবার সকালে এ ঘটনায় নিহত যুবকের মা বাদী হয়ে ফতুল্লা থানায় এক মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে আসামি আসিফকে মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে গতকাল শুক্রবার রাতে আব্দুর রহিমকে কুপিয়ে হত্যা করা হয় । নিহত আব্দুর রহিম মাসদাইর গুদারাঘাট এলাকার বাসিন্দা ইমান আলীর ছেলে।
মামলার এজাহার থেকে জানা যায়, একই এলাকার আসিফের কাছে আব্দুর রহিম ২০ হাজার টাকা পেতেন। শুক্রবার রাতে আব্দুর রহিম তার পাওনা ২০ হাজার টাকা আসিফের কাছে চাওয়ায় তাদের মধ্যে তর্ক শুরু হয়। তর্কের এক পর্যায়ে আসিফ ও তার মাসহ অজ্ঞাত দুই-তিনজন মিলে আব্দুর রহিমকে কুপিয়ে রক্তাক্ত করেন।
পরে স্থানীয়রা রক্তাক্ত আব্দুর রহিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফতুল্লা থানার পরিদশর্ক (ইন্সপেক্টর) আজগর জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামি আসিফকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুপিয়ে হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ