নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আফগান ক্রিকেট সংশ্লিষ্টরা প্রায় বলেন, আফগানিস্তানে লেগ স্পিনারের অভাব নেই। উঠে আসছে আরও অনেক। সেটির খানিকটা নমুনা দেখা গেল যুব বিশ্বকাপের প্রথম ম্যাচে। আফগানিস্তান অন‚র্ধ্ব-১৯ দলের লেগ স্পিনার শফিকউল্লাহ গাফারি নিয়েছেন ৬ উইকেট। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে উড়িয়ে টুর্নামেন্ট শুরু করেছে আফগান যুবারা।
গতকাল কিম্বার্লির ডায়মন্ড ওভালে ৯.১ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৬ উইকেট নেন গাফারি। দলের আরেক রিস্ট স্পিনার, ১৫ বছর বয়সী চায়নাম্যান বোলার ন‚র আহমাদ নিয়েছেন দুটি। দক্ষিণ আফ্রিকাকে ১২৯ রানে গুটিয়ে দিয়ে আফগানরা জিতেছে ৭ উইকেটে। গাফারি বল হাতে নেওয়ার আগে খুব একটা খারাপ অবস্থা ছিল না দক্ষিণ আফ্রিকার। তৃতীয় উইকেটে ব্রাইস পারসন্স ও লুক বিউফোর্টের জুটিতে তারা এগোচ্ছিল ভালোভাবেই। ৪০ রান করা প্রোটিয়া অধিনায়ক পারসন্সকে ফিরিয়ে ৫৫ রানের জুটি ভাঙেন ন‚র। দক্ষিণ আফ্রিকার রান তখন ৩ উইকেটে ৬২। এরপর থেকেই শুরু হয়ে যায় গাফারির বোলিং জাদু। পরের ৭ উইকেটের ৬টিই তিনি নিয়েছেন একাই। তার দারুণ সব গুগলি ও সোজা ডেলিভারিই বেশি ভুগিয়েছে প্রোটিয়াদের। তার ৬ উইকেটের ৪টিই বোল্ড, ১টি এলবিডবিøউ। যুব বিশ্বকাপে আফগানিস্তানের হয়ে সেরা বোলিং কীর্তি এটিই। পেছনে পড়ে গেছে ২০১০ আসরে আফতাব আলমের ৩৩ রানে ৬ উইকেট।
দক্ষিণ আফ্রিকা : ২৯.১ ওভারে ১২৯/১০ (পারসন্স ৪০, বেউফর্ট ২৫, কোয়েটজে ৩৮; ফজল ২/৪৩, নুর ২/৪৪, গাফরি ৬/১৫)। আফগানিস্তান : ২৫ ওভারে ১৩০/৩ (ফারহান ১১, ইব্রাহিম ৫২, ইমরান ৫৭; ক্লোয়েট ২/২০, ভুরেন ১/১৪)। ফল : আফগানিস্তান ৭ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : শফিকউল্লাহ গাফরি (আফগানিস্তান)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।