রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফটিকছড়ির নাজিরহাট আহমদিয়া আলিয়া মাদরাসার ৮১ তম বার্ষিক মাহফিল, ঈদে মিলাদুন্নবী (সা.), ফাতেহায়ে ইয়াজদাহুম ও খতমে বোখারী গতকাল বৃহস্পতিবার মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হয়। মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা কাজী মুহাম্মদ কামাল উদ্দীন ছাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব। প্রধান বক্তা ছিলেন প্রখ্যাত ওয়ায়েজিন আল্লামা আবুল কাশেম নূরী। বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ির সাবেক উপজেলা চেয়ারম্যান ও মাদরাসা গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ তৌহিদুল আলম বাবু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জানে আলম। মাদরাসা প্রভাষক মাওলানা কাজী মুহাম্মদ মিনহাজ উদ্দীনের সঞ্চালনায় মাহফিলে বক্তব্য রাখেন প্রখ্যাত আলেমেদ্বীন আল্লামা নুর মোহাম্মদ আল কাদেরী, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মুছলেহ উদ্দীন মাদানী, অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম কাসেম, উপাধ্যক্ষ মাওলানা রফিক উদ্দীন সিদ্দিকী, মাওলানা মুহাম্মদ ওমাইর রেজভী প্রমুখ।
মাহফিল শেষে আখেরী মোনাজাত পরিচালনা করেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুস সালাম শরীফি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।