Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বযুদ্ধের সতর্কতা পুতিনের

সংবিধান পরিবর্তনের পথে রাশিয়া, নতুন প্রধানমন্ত্রী মিসুস্তিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে বলে সতর্কতা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। বুধবার মস্কোতে সংসদের বার্ষিক অধিবেশনে বক্তৃতাকালে এ উদ্বেগের কথা জানান রুশ প্রেসিডেন্ট। পুতিন বলেন, চলমান মধ্যপ্রাচ্য সঙ্কট নিরসনে এবং আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিতে গুরুতর আলোচনা জরুরি। মানবজাতির বিকাশের প্রশ্নে এ ক্ষেত্রে বিশেষভাবে পরমাণু অস্ত্রসমৃদ্ধ ৫ দেশ- রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স ও যুক্তরাজ্যকে দায়িত্ব নিতে হবে। ‘(মধ্যপ্রাচ্যের) আঞ্চলিক সংঘর্ষ দ্রæত আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। বিশ্বের শৃঙ্খলা রক্ষা, স্থিতি ও নিরাপত্তার জন্য ব্যাপক গুরুত্ব দিয়ে আলাপ-আলোচনা করা প্রয়োজন। যুদ্ধ বাঁধাতে পারে এমন কারণ নিরসনে পরমাণু অস্ত্রসমৃদ্ধ দেশগুলোকে কাজ করতে হবে।’ এর পরপরই রাশিয়া যে কোনো ধরনের যুদ্ধপরিস্থিতি মোকাবিলায় সক্ষম উল্লেখ করে পুতিন বলেন, মস্কো বর্তমানে নিরাপদ, কারণ আমাদের আছে সর্বাধুনিক অস্ত্র, যা আর কারও নেই। যদিও আমাদের আরও উন্নত অস্ত্র প্রস্তুত করতে হবে। ‘তবে রাশিয়া কোনো দেশের জন্য হুমকি নয়। আগ্রহী যে কোনো মিত্রকে আমরা সহযোগিতা করতে চাই। জাতীয় নিরাপত্তার স্বার্থেই আমাদের উন্নত অস্ত্র তৈরির কাজ চালিয়ে যেতে হবে।’ অপর এক খবরে বলাহয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন তার ক্ষমতার মেয়াদ শেষের আগেই সংবিধানে আম‚ল পরিবর্তন আনার পথে হাঁটছেন। এ পরিবর্তনের জন্য দেশজুড়ে ভোটের প্রস্তাব করেছেন তিনি। দীর্ঘমেয়াদে পুতিনের ক্ষমতায় থাকার পট প্রস্তুত করতে পারে সংবিধানিক পরিবর্তনের এ পদক্ষেপ। বিবিসি জানায়, বুধবার পুতিন এ প্রস্তাব দেওয়ার কয়েকঘন্টা পরই আকস্মিকভাবে রাশিয়ার সরকার পদত্যাগ করেছে। পদত্যাগের ঘোষণা দিয়ে রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ বলেন, “প্রেসিডেন্টের এ পদক্ষেপ বাস্তবায়িত হলে রাশিয়ায় ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের বদল ঘটে যাবে। এতে যে কেবল সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদেই বদলে যাবে তাই নয় বরং নির্বাহী ক্ষমতা, আইনসভার ক্ষমতাসহ বিচারবিভাগীয় ক্ষমতার ভারসম্যেও আম‚ল পরিবর্তন ঘটবে। আর এর প্রেক্ষাপটেই বর্তমান সরকার পদত্যাগ করেছে।” পুতিন এ ঘোষণার পর মেদভেদেভকে জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান হওয়ার অনুরোধ জানিয়েছেন এবং ট্যাক্স সেবা প্রধান মিখাইল মিসুস্তিনকে প্রধানমন্ত্রী হিসাবে মেদভেদেভের স্থলাভিষিক্ত করেছেন। পুতিন তার ক্ষমতার মেয়াদ শেষের চারবছর আগেই সংবিধান পরিবর্তনের এ পথ বেছে নিলেন। আরটি, রয়টার্স, তাস।

 



 

Show all comments
  • Mahfuz Bari ১৭ জানুয়ারি, ২০২০, ১:১১ এএম says : 0
    স্যার সব অশান্তির জন্য দ্বায়ী ঐ স্টুপিড ট্রাম্প।
    Total Reply(0) Reply
  • Manjur ALam BN ১৭ জানুয়ারি, ২০২০, ১:১২ এএম says : 0
    বারী, রাশিয়ান গোয়েন্দা সংস্থা(KGB) আমেরিকার CIA এর চেয়ে অনেক উন্নত।৯/১১ ১০টি বিমানের আমেরিকার ৪টি গুরুত্বপূর্ণ স্থানের যৌথ আক্রমন CIA পাওয়ার আগেই KGB ৩ ঘন্টা পূর্বে আমেরিকান প্রেসিডেন্টকে জানিয়েছিল।দ্বিতীয়ত ৭১র বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় আমেরিকার ৭ম নৌবহরের ৯টি জাহাজ পাকিস্তানিদের সাহায্যের জন্য বে অফ বেঙ্গলে ১৫ ডিসেম্বর পৌছার আগেই রাশিয়ান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশের সাহায্যরথে ১৩ ডিসেম্বর ইন্ডিয়ান ক্যারিয়ার ভিক্রন্ত এর সাথে রাশিয়ার ২টি ক্রুজারর, ২টি ডেস্ট্রয়ার ও ৬টি নিউক্লিয়ার সাবম্যারিন যোগ দেয় আমেরিকান সীপকে আটকানোর জন্য ।পুতিনের এই মন্তব্য অত্যন্ত গুরত্তবহ কারন সে তার KGB এর রিপোট ছাড়া কম কথা বলার লোক।
    Total Reply(0) Reply
  • Mujibur Rahman ১৭ জানুয়ারি, ২০২০, ১:১২ এএম says : 0
    আশঙ্কা ছড়িয়ে অস্ত্র ব্যবসা!
    Total Reply(0) Reply
  • Tansen Zulfiquar ১৭ জানুয়ারি, ২০২০, ১:১২ এএম says : 0
    খুবই মজা হইবো।
    Total Reply(0) Reply
  • কাজী হাফিজ ১৭ জানুয়ারি, ২০২০, ১:১৩ এএম says : 0
    বিশ্বযুদ্ধের দরকার আছে মানুষের শিক্ষার জন্য।
    Total Reply(0) Reply
  • Himel Dutta ১৭ জানুয়ারি, ২০২০, ১২:৪৬ পিএম says : 0
    When- "Order becomes disorder", Then- "Disorder is beginning of the Order"
    Total Reply(0) Reply
  • Ashok Mukherjee ১৭ জানুয়ারি, ২০২০, ৮:৫০ পিএম says : 0
    মধ্য প্রাচ্যে যুদ্ধের জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলো দায়ী । অমানবিকতা টাকার গরম অস্ত্রের ঝনঝনানি অন্য দেশের উপর আধিপত্য বিস্তারের চেষ্টা ঘৃনা হত্যা হানা হানি পৃথিবীর মনুষ্য সমাজ কে ধংসের দিকে ঠেলে দিচ্ছে । অবিবেচক অপরিনিত দেশের হাতে বিধ্বংসী অস্ত্র মানব সমাজের চিন্তার বিষয় ।এটা অনুমেয় যে আংশিক তৃতীয় বিশ্ব যুদ্ধ শুরু হতে পারে মধ্যপ্রাচ্য থেকে
    Total Reply(0) Reply
  • Ashok Mukherjee ১৭ জানুয়ারি, ২০২০, ৮:৫৪ পিএম says : 0
    মধ্য প্রাচ্যে যুদ্ধের জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলো দায়ী । অমানবিকতা টাকার গরম অস্ত্রের ঝনঝনানি অন্য দেশের উপর আধিপত্য বিস্তারের চেষ্টা ঘৃনা হত্যা হানা হানি পৃথিবীর মনুষ্য সমাজ কে ধংসের দিকে ঠেলে দিচ্ছে । অবিবেচক অপরিনিত দেশের হাতে বিধ্বংসী অস্ত্র মানব সমাজের চিন্তার বিষয় ।এটা অনুমেয় যে আংশিক তৃতীয় বিশ্ব যুদ্ধ শুরু হতে পারে মধ্যপ্রাচ্য থেকে যার ফল ভোগ দক্ষিণ এশিয়া র দেশ গুলো ও বাদ যাবেনা তাই ভারত কে অবিলম্বে তৈরি থাকতে হবে ।
    Total Reply(0) Reply
  • Ashok Mukherjee ১৭ জানুয়ারি, ২০২০, ৮:৫৪ পিএম says : 0
    মধ্য প্রাচ্যে যুদ্ধের জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলো দায়ী । অমানবিকতা টাকার গরম অস্ত্রের ঝনঝনানি অন্য দেশের উপর আধিপত্য বিস্তারের চেষ্টা ঘৃনা হত্যা হানা হানি পৃথিবীর মনুষ্য সমাজ কে ধংসের দিকে ঠেলে দিচ্ছে । অবিবেচক অপরিনিত দেশের হাতে বিধ্বংসী অস্ত্র মানব সমাজের চিন্তার বিষয় ।এটা অনুমেয় যে আংশিক তৃতীয় বিশ্ব যুদ্ধ শুরু হতে পারে মধ্যপ্রাচ্য থেকে যার ফল ভোগ দক্ষিণ এশিয়া র দেশ গুলো ও বাদ যাবেনা তাই ভারত কে অবিলম্বে তৈরি থাকতে হবে ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুতিন

২৪ ফেব্রুয়ারি, ২০২৩
২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ