পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর কমলাপুর এলাকার পেন্টাগন হোটেল থেকে সৈয়দ আলী মিয়া (৫৭) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে পুলিশ আলী মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে সকাল ৯টার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত সৈয়দ আলীর বাড়ি নরসিংদীর শিবপুরের সালতাকান্দি এলাকায়। তার বাবার নাম লাল মিয়া।
মতিঝিল থানার এসআই মনিরুল ইসলাম জানান, নিহত আলী মিয়া পেশায় একজন চা বিক্রেতা ছিল। দুই দিন আগে ফুপাতো ভাই মতিউর রহমানকে (৮০) চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসে। এরপর কমলাপুরের ওই হোটেলের একটি রুমে তারা উঠে। গত রাতে ঘুমানোর পর সকালে মতিউর রহমান ঘুম থেকে উঠে দেখেন আলী মিয়া অচেতন। পরে হোটেল কর্তৃপক্ষকে জানালে তারা পুলিশে খবর দেয়। এরপর পুলিশই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এটি স্বাভাবিক মৃঙত্যু বলেই মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে পুরোপুরি নিñিত হওয়া যাবে এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।