Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভালোবাসা দিবসে কাজী সোমা’র নতুন গান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে গান গাইছেন সঙ্গীতশিল্পী কাজী সোমা। ওস্তাদ সঞ্জীব দে’র কাছে পাঁচ বছর গান শিকে সঙ্গীতকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি। ২০০৬ সাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে স্টেজ শো করে শ্রোতা দর্শককে মুগ্ধ করেছেন সোমা। আগামী ভালোবাসা দিবসে তার একটি নতুন গান প্রকাশিত হবে। গানের কথা লিখেছেন আহমেদ রিজভী, সুর সঙ্গীত করছেন নাজির মাহমুদ। শিগগিরই গানটির রেকর্ডিং শেষে মিউজিক ভিডিও নির্মাণ করে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। কাজী সোমা জানান, ‘গানের কথা এবং সুর সঙ্গীতায়োজন আমার ভীষণ পছন্দ হয়েছে। এরইমধ্যে গানটি চর্চা করতে করতে আমার মনের মধ্যে গেঁথে গেছে। শিগগিরই গানটির জন্য ভয়েস দিবো। আশা করছি, ছোট বড় সব বয়সী শ্রোতা দর্শকের গানটি ভালো লাগবে।’ কাজী সোমা সঙ্গীতে আদর্শ মনে করেন রুনা লায়লাকে। ছোটবেলা থেকেই তার গান শুনে বড় হয়েছেন। রুনা লায়লা’র জীবনাদর্শ, তার ব্যক্তিত্ব সবসময়ই কাজী সোমাকে মুগ্ধ করে। সোমা জানান, যখন মঞ্চে উঠেন তখন দর্শকের কাছ থেকে রুনা লায়লা’র গান গাওয়ার জন্যই বিশেষ অনুরোধ আসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সঙ্গীতশিল্পী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ