নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্প্যানিশ সুপার কাপ থেকে বিদায়, লা লিগায় পয়েন্ট তালিকায় শীর্ষে থাকলেও দলের পারফরম্যান্স সন্তোষজনক নয়- এমন সময়ে বড় এক ধাক্কা খেল বার্সেলোনা। পায়ে অস্ত্রোপচার করায় চার মাসের জন্য ছিটকে গেছেন তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেস। ডান পায়ের হাঁটুতে চোট পেয়েছিলেন উরুগুয়ের এই ফরোয়ার্ড। পরশু তার পায়ে অস্ত্রোপচার করা হয়। পরে ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে সুয়ারেসের লম্বা সময়ের জন্য ছিটকে পড়ার কথা জানায় বার্সেলোনা। এর ফলে চলতি মৌসুমে আর মাঠে না-ও দেয়া যেতে পারে উরুগুইয়ার স্ট্রাইকারকে।
গত শুক্রবার স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৩-২ গোলে হারের ম্যাচের পুরো সময় খেলেছিলেন সুয়ারেস। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ক্লাবের হয়ে ২৩ ম্যাচ খেলে ১৪ গোল করেছেন ৩২ বছর বয়সী এই ফুটবলার। লিগে ১৯ রাউন্ড শেষে ১২ জয় ও চার ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।