Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রথমবার একসঙ্গে গাইলেন শুভ ও মৌসুমী চৌধুরী

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ ও মৌসুমী চৌধুরী প্রথমবারের মতো একসাথে গান গেয়েছেন। ‘চোখে চোখে কথা বলা’ শিরোনামের গানে তারা কণ্ঠ দিয়েছেন। রাদ-এর কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন রবিন ইসলাম। গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাহাত বাপ্পী। কাজী শুভ বলেন, এটি রোমান্টিক কথামালার একটি গান। কথাগুলো দারুণ। আর নবীন সঙ্গীতশিল্পী হিসেবে মৌসুমী ভালো গেয়েছেন। সবমিলিয়ে ভালো একটি কাজ হয়েছে। আশা করি, দর্শক-শ্রোতাদের নতুন গানটি পছন্দ হবে। মৗসুমী চৌধুরী বলেন, এই গানটি আমার সপ্তম মৌলিক গান। রোমান্টিক এবং সবার কাছে ভালো লাগার মতো একটি গান। গানের সুরে রবিন ভাই আলাদা মাধুর্য সৃষ্টি করেছেন। সঙ্গীত পরিচালক রবিন ইসলাম বলেন, মৌসুমী সাধারণত ব্যান্ডের ধাঁচের গান করেন। এই প্রথম মেলোডি ধাঁচের গান করেছেন। গানের সুরে নতুনত্ব পাওয়া যাবে। আশা করছি, গানটি শুনে দর্শকের ভালো লাগবে। গানটি শিঘ্রই মৌসুমী চৌধুরীর নিজস্ব ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রথমবার একসঙ্গে গাইলেন শুভ ও মৌসুমী চৌধুরী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ