Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

মিশা-জায়েদ শিল্পীদের জন্য কাজ করেছে -মৌসুমী

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল থেকে নির্বাচন করছেন চিত্রনায়িকা মৌসুমী। অথচ ২০১৯-২০২১ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়ে মিশা সওদাগরের প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি। সে নির্বাচনে তিনি মিশার কাছে হেরে যান। প্রায় দ্বিগুণ ভোটে হেরেছিলেন তিনি। মিশা পেয়েছিলেন ২২৭ তার বিপরীতে মৌসুমী পান মাত্র ১২৫ ভোট। সে সময় মৌসুমী বেশ চটেছিলেন। তবে সেসব ভুলে তিনি এবার সেই মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলে নির্বাচন করছেন। এর কারণ হিসেবে মৌসুমী বলেছেন, দুই বছর দেখেছি, মিশা-জায়েদ শিল্পীদের জন্য কাজ করছে। বিগত দিনে তাদের কাজগুলো দেখলেই বোঝা যায় শিল্পী সমিতির হয়ে তারা কতটা ভালো করেছে। আমি তাদের সেই ভালো ভালো কাজের সমর্থক হিসেবেই তাদের প্যানেলের হয়ে দাঁড়িয়েছি। দিন শেষে যারা ভাল কাজ করে এবং যোগ্যতা রাখে, তাদেরই সমর্থন দেয়া উচিৎ। আমি মনে করি, মিশা ও জায়েদ শিল্পীদের জন্য যে কাজ করেছে, পাশে দাঁড়িয়েছে, এ ধারাবাহিকতা ধরে রাখা প্রয়োজন। তাদের যোগ্য মনে হয়েছে বলে তাদের সঙ্গে নির্বাচন করছি। উল্লেখ্য, নির্বাচনে আরেকটি প্যানেল ইলিয়াস কাঞ্চন-নিপূণ প্রতিদ্বন্দ্বিতা করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিশা-জায়েদ শিল্পীদের জন্য কাজ করেছে -মৌসুমী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ