পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
রাজধানীর ধানমন্ডি জিগাতলা এলাকায় ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। এসময় নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ মসলায় খাবার তৈরি করার পার্ক রেস্টুরেন্ট নামের একটি প্রতিষ্ঠনটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আরও একটি প্রতিষ্ঠানকে সর্তক করা হয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শান্তুনু চৌধুরীর নেতৃত্বে এই ভ্রাম্যামাণ আদালত পরিচালিত হয়। গতকাল সকালে ধানমন্ডির জিগাতলা এলাকায় অবস্থিত পার্ক অ্যান্ড র্স্মাক রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এময় রেস্টুরেন্টের ভিতরে অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়া যায়। নোংরা রেফ্রিজারেটর ও রান্নাঘরের পরিবেশ স্যতসেতে এবং প্রচুর তেলাপোকা দেখা যায়। এছাড়াও তাদের তৈরি করা খাবার ভেজাল ও মেয়াদোত্তীর্ণ মসলায় তৈরি করার প্রমাণ পায়। রেস্টুরেন্টটিতে এমন দৃশ্য সচোখে দেখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শান্তুনু চৌধুরী। এসব অপরাধে রেস্টুরেন্টটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।