বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটুয়াখালীর কলাপাড়ায় নির্মানাধীন ১৩২০ মেগাওয়াট পটুয়াখালী তাপ বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত লি. রুইয়ান (৫৪) নামের এক চিনা শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসার সময় তার মৃত্যু হয়। নিহত লি. রুইয়ানের বাড়ি চায়নার বেইজিংএর গুয়াংডং এলাকায়।
শ্রমিকদের সূত্রে জানা যায়, সে দীর্ঘদিন অসুস্থ ছিল। রাবনাবাদ নদের তীরে জেটি নির্মান কাজে ব্যস্ত থাকা অবস্থায় ওই চিনা শ্রমিক অসুস্থ্য হয়ে পরেন। পরে অন্য শ্রমিকরা তাকে দ্রুত উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
কলাাপাড়া হাসপাতালের চিকিৎসক অনুপ সরকার বলেন, চায়না শ্রমিককে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে কি কারনে তার মৃত্যু হয়েছে সেটা ঠিক এই মুহুর্তে বলা যাচ্ছেনা।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, মৃতের লাশ চায়নার ঠিকাদারি প্রতিষ্ঠান ছিনো হারবার কর্তৃপক্ষ স্বজনদের কাছে পাঠানোর ব্যবস্থা গ্রহন করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।