পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
দিনাজপুর অফিস : ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের গ্রীড ফেল করায় দিনাজপুর-রংপুর অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ চরমভাবে বিঘিœত হয়েছে। প্রচ- গরমের কবলে বিদ্যুৎ অভাবে সাধারণ মানুষকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের সরবরাহ লাইনের ট্রান্সমিটারে সমস্যার দেখা দেয়। সকাল থেকেই বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলীরা চেষ্টা করেও এই সমস্যার সমাধান করতে পারেনি। দুপুর ২টার পর থেকে বিদ্যুৎ সরবরাহের মেশিন স্তব্ধ হয়ে যায় ফলে দুপুর থেকেই তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে।
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্ভরযোগ্য একটি সুত্র মতে জাতীয় গ্রীডে সমস্যার কারণেই এখান থেকে বিদ্যুৎ সরবরাহের সমস্যা দেখা দেয়। তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩য় ইউনিটের নির্মাণাধীন একটি ট্রাক খাদে পড়ে গেলে ট্রাকটি উদ্ধারের জন্য মঙ্গলবার সকালে কেন্দ্র থেকে সরবরাহ ২৩০/১২৫কেবি সরবরাহ লাইন বন্ধ করে রাখা হয়। এর কিছুক্ষণ পর জাতীয় গ্রীডের সমস্যার কারণে তাপ বিদ্যুৎ কেন্দ্রের সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে দুপুর থেকে কেন্দ্রের উৎপাদনও বন্ধ হয়ে যায়। তিনি জানান, বর্তমানে উত্তরাঞ্চলের জেলাগুলোতে বগুড়া গ্রীড থেকে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।