Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারীদের দাবা কোচেস কোর্স

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২০, ৮:০০ পিএম

দেশের ১৮ জন নারী কোচের অংশগ্রহণে শনিবার শুরু হয়েছে আন্ত:জেলা নারী আবাসিক দাবা কোচেস কোর্স। এদিন ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে দু’দিন ব্যাপী এই কোর্সের উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ সময় বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, মহিলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভানেত্রী ও দাবা সাব-কমিটির আহবায়ক আনজুমান আরা আকসির ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলী উপস্থিত ছিলেন। দাবা কোচেস কোর্স পরিচালনা করছেন দাবার আন্তর্জাতিক অর্গানাইজার ও ন্যাশনাল ইন্সট্রাক্টর মাস্টার মাহমুদা হক চৌধুরী মলি এবং সহকারী প্রশিক্ষক ইয়াসিন আরাফাত ও আহসান আলী জুয়েল। রোববার কোর্স শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেবেন দাবা ফেডারেশনের সভাপতি এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‍্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দাবা

৯ জানুয়ারি, ২০২৩
১২ অক্টোবর, ২০২২
২৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ