Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহেশপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২০, ১২:৩৫ পিএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ইউপি সদস্যের নাম স্বপন হোসেন (৩৮)। তিনি জেলার মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া গ্রামের আরশেদ আলীর পুত্র। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মান্দারবাড়ীয়া গ্রামে তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত স্বপন হোসেন মান্দারবাড়ীয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য এবং আওয়ামী লীগের সমর্থক। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন বলে জানা গেছে।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মান্দারবাড়ীয়া গ্রামে তার নিজ বাড়ির সামনে চায়ের দোকানে বসেছিলেন ইউপি সদস্য স্বপন। এসময় ২ হাজার টাকাকে কেন্দ্র করে স্থানীয় হামিদ ও তার দুই পুত্র শামীম ও শাকিবের সাথে বাকবিতন্ডার সৃষ্টি হয় স্বপনের। বাকবিতন্ডার একপর্যায়ে হামিদ ও তার ২ পুত্র শামীম ও শাকিব ইউপি সদস্য স্বপনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।


এ ঘটনায় নিহত স্বপনের ভাই মিল্টন হোসেন ও তার মা এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে আহত করে অভিযুক্তরা। পরে আহত মিল্টন ও তার মাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মিল্টনের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেছেন চিকিৎসকরা।

এ বিষয়ে মহেশপুর থানার ওসি মোহাম্মদ মোরশেদ হোসেন খান জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ইউপি সদস্য স্বপনের নিজ বাড়ির সামনে হামিদ ও তার ২ পুত্র শামীম ও শাকিব এলোপাতাড়ি কুপিয়ে স্বপনকে হত্যা করে। এসময় তার ভাই ও মাকে গুরুতর আহত করে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুপিয়ে হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ