গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর আন্তর্জাতিক বাণিজ্য মেলার একটি স্টলে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় ৩০ মিনিট চেষ্টা করে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সদর দফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রায়হান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আগুন লাগার প্রাথমিক কারণ এখনো জানা যায়নি। ফায়ারকর্মীরা ডাম্পিংয়ের কাজ করছেন। এরপর ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে।
এদিকে আগুনের সময় আগুন লাগা স্টল ফ্রুটিকার পাশে ব্রাদার্স ফার্নিচার্সের প্যাভিলিয়নসহ আশপাশের দোকানগুলো থেকে মালামাল সরিয়ে ফেলেছেন ব্যবসায়ীরা।
ফায়ার সার্ভিসের কর্মীরা স্টলের চারদিক থেকে আগুন নিয়ন্ত্রণের কাজ করেন। ডুপ্লেক্স প্যাভিলিয়নের দোতলা থেকে দুজনকে অক্ষতভাবে উদ্ধার করা হয়েছে। এছাড়া স্টলের পাশে একটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।