রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পিরোজপুরের মঠবাড়িয়ার আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের স্থানীয় সংসদ সদস্যের উম্মোচন করা ভিত্তিপ্রস্তুর ফলক রাতের আধারে ভেঙে ফেলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকালে মানববন্ধন করা হয়। বিদ্যালয় সম্মুখ সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন ও শ্রেণি পেশার প্রায় ৫ শতাধিক লোক অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহমুদ আলম, মুক্তিযোদ্ধা আ. ছালাম ছোবেদার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আল হেলাল, শিক্ষক এমাদুল হক আকন, ইউপি সদস্য শহীদুল ইসলাম ও দেলোয়ার হোসেন প্রমুখ।
জানা যায়, শিক্ষা প্রকৌশল অধিদফতর থেকে বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে চারতলা একটি নতুন একাডেমি ভবনের বরাদ্দ হলে স্থানীয় সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী তার নাম সম্বলিত ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। ভিত্তিপ্রস্তুর ফলকটি দুর্বৃত্তরা রাতের আঁধারে ভেঙে ফেলে। এ ব্যাপারে প্রধান শিক্ষক গত মঙ্গলবার রাতে মঠবাড়িয়া থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি সাধারণ ডায়েরি করেন।
প্রধান শিক্ষক মো. মাহমুদ আলম জানান, সরকারের উন্নয়ন কাজকে বাধাঁগ্রস্থ করতে স¤প্রতি একদল দুর্বৃত্ত রাতের আধারে উক্ত ভিত্তি ফলকটি ভেঙে ফেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।