Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুজিববর্ষ কাপ গলফে সেরা বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২০, ৮:২৬ পিএম

মুজিববর্ষ কাপ গলফ টুর্নামেন্টে সেরার খেতাব জিতেছে বাংলাদেশ। টুর্নামেন্টের দলগতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি জেতার পাশাপাশি তৃতীয়স্থানও অর্জন করেছে বাংলাদেশের তিনটি দল। বৃহস্পতিবার কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত শেষ রাউন্ডের খেলায় পারের চেয়ে দু’স্ট্রোক কম খেলে ২৮৬ গ্রস স্কোর নিয়ে শিরোপা জেতে বাংলাদেশ ‘এ’ দল। ১০ স্ট্রোক বেশি খেলে ২৯৮ গ্রস স্কোর নিয়ে লাল-সবুজের ‘বি’ দল রানার্সআপ এবং ১১ স্ট্রোক বেশি খেলে ২৯৯ গ্রস স্কোর নিয়ে তৃতীয় হয়েছে বাংলাদেশ ‘সি’ দল। এছাড়া ব্যক্তিগত বিভাগের চার রাউন্ড শেষে চার স্ট্রোক কম খেলে ১৪০ স্কোর নিয়ে স¤্রাট শিকদার শীর্ষস্থান অক্ষুণœ রেখেছেন। স্বাগতিকদের অন্য দু’গলফার সৈনিক শাহাব উদ্দিন পারের চেয়ে এক স্ট্রোক বেশি খেলে ১৪৫ স্কোরে দ্বিতীয় এবং মো. ফরহাদ পারের চেয়ে দু’স্ট্রোক বেশি খেলে ১৪৬ স্কোরে তৃতীয় স্থানে রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গলফ

২৪ সেপ্টেম্বর, ২০২১
৭ এপ্রিল, ২০২১
২৫ ফেব্রুয়ারি, ২০২১
২২ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ