Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২২ কোটি টাকার টুর্নামেন্টে খেলা অনিশ্চিত!

বিপাকে গলফার সিদ্দিকুর রহমান

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২০, ৬:২৫ পিএম

করোনাকালে ভ্রমণজনিত নিষেধাজ্ঞা থাকার কারণে ২২ কোটি টাকার দুই টুর্নামেন্ট খেলা অনিশ্চিত হয়ে দেখা দিয়েছে দেশসেরা গলফার সিদ্দিকুর রহমানের সামনে! আগামী ১০ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় এবং ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এ দুই টুর্নামেন্টের খেলা। কিন্তু প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে বর্তমানে দেশ দু’টিতে ভ্রমণজনিত নিষেধাজ্ঞা জারি আছে বাংলাদেশের ক্রীড়াবিদদের জন্য। ফলে দক্ষিণ কোরিয়া ও জাপানের টুর্নামেন্টে খেলা প্রায় অনিশ্চিতই সিদ্দিকুরের। যদি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে তাহলে হয়তো সিদ্দিকুর খেলতে পারবেন না টুর্নামেন্ট দু’টিতে।

দু’টি টুর্নামেন্টেই থাকছে বেশ বড় অঙ্কের প্রাইজমানি। কোরিয়ায় হতে যাওয়া টুর্নামেন্টটির প্রাইজমানি ১১ লাখ ৮১ হাজার ডলার (প্রায় ১০ কোটি টাকা)। জাপানের টুর্নামেন্টের প্রাইজমানি এরচেয়েও বেশি। জাপানের টুর্নামেন্টে থাকছে ১৩ লাখ ৮৯ হাজার ডলার প্রাইজমানি। বাংলাদেশের মুদ্রায় যার অঙ্ক দাঁড়ায় প্রায় ১২ কোটি টাকা। অর্থাৎ দু’টি মিলে থাকছে প্রায় ২২ কোটি টাকার প্রাইজমানি। ভ্রমণজনিত নিষেধাজ্ঞার কারণে এতো বড় অঙ্কের প্রাইজমানির টুর্নামেন্ট খেলা প্রায় অনিশ্চিত বলে হতাশ সিদ্দিকুর। শনিবার তিনি বলেন,‘আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমতিসহ দেশ দু’টিতে আমার যাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে টুর্নামেন্ট দু’টিতে খেলা সম্ভব হবে না। কারণ করোনাভাইরাসের কারণে কোরিয়া ও জাপানে বাংলাদেশিদের ভ্রমণে নিষেধাজ্ঞা আছে।’

যদি টুর্নামেন্ট দু’টিতে খেলার ব্যাপারে সিদ্দিকুর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা পান তাহলে খেলা শুরু হওয়ার কয়েকদিন আগেই কোরিয়া ও জাপানে যেতে চান। তার কথায়,‘খেললেই তো তো হবে না। অনুশীলন না করে গিয়ে লাভ কী? তাই আমি চাচ্ছিলাম প্রথমে মালয়েশিয়া যেতে। সেখানে এক/দুই সপ্তাহ অনুশীলন করে তারপর কোরিয়া ও জাপানে যাওয়ার পরিকল্পনা আমার। কিন্তু এখন পুরোপুরি অনিশ্চয়তার মধ্যে আছি।’

বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান গত মার্চের শুরুতে সর্বশেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলেছেন। ৫ থেকে ৭ মার্চ পর্যন্ত মালয়েশিয়া ওপেনে অংশ নেয়ার পরই দেশের অন্যান্য ক্রীড়াবিদদের মতো ঘরবন্দী সিদ্দিকুর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গলফ

৭ এপ্রিল, ২০২১
১৬ এপ্রিল, ২০১৬

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ