Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ইংল্যান্ডের পথে গলফার সিদ্দিকুর

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২২, ৭:৫১ পিএম

তিন বছর পর ইউরোপিয়ান ট্যুরে খেলতে ইংল্যান্ডের ম্যানচেস্টারের পথে রয়েছেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান। শুক্রবার ঢাকা থেকে ম্যানচেস্টারের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। আগামী ২১ থেকে ২৪ জুলাই পর্যন্ত ম্যানচেস্টারে অনুষ্ঠিত হবে কাজো ক্ল্যাসিক গলফ ওপেন। সর্বশেষ তিন বছর আগে হংকংয়ে অনুষ্ঠিত ইউরোপিয়ান ট্যুরে খেলেছিলেন সিদ্দিক। ইংল্যান্ডের এই টুর্নামেন্টের প্রাইজমানি বেশ বড় অঙ্কের। ১ দশমিক ৭৫ মিলিয়ন ইউরো। যার পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। তবে সেখানে ইউরোপের শীর্ষস্থানীয় গলফারদের সঙ্গে লড়াই করে ভালো ফল পাওয়া বেশ কঠিন। সিদ্দিকুর চাইছেন নিজের স্বাভাবিক খেলাটা খেলতে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ইউরোপিয়ান ট্যুরের একটি ক্যাটাগরিতে সদস্য। আমার সুযোগ হলো আবারও বিশেষ ক্যাটাগরিতে অংশ নেওয়ার। আমি ওয়েটিং লিস্টে থাকি সবসময়। একদিন আগে ওরা আমাকে অংশ নেওয়ার জন্য বলেছে। আমি রাজি হই।’ সিদ্দিক যোগ করেন, ‘আমি আমার নিজের স্বাভাবিক খেলাটা খেলতে চাই। ফল কী হবে তা নিয়ে ভাবছি না। এই বছর আরও অনেক খেলা আছে। তাই ভালো খেলার ধারায় থাকতে চাই।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ