প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউড শীর্ষ পাঁচ
১ গুড নিউজ
২ দাবাঙ থ্রি
৩ ‘মরদানি টু’
৪ পতি পতœী অওর উও
৫ ভাংরা পা লে
ভাংরা পা লে
স্নেহা তৌরানির পরিচালিত ডান্স ড্রামা।
জাগগি সিং (সানি কৌশল) আর সিমি কোহলি (রুখশার ধিলন), সব দিক থেকেই ভিন্ন চরিত্রের মানুষ। জাগগি বড় হয়েছে মফস্বলে আর সিমি বড় হয়েছে মহানগরে। তাদের মিলের দিক হল দুজনই দক্ষ ভাংরা নাচিয়ে। দুজনেরই স্বপ্ন তারা অমৃতসরের আন্তঃকলেজ ভাংরা নাচে তাদের দক্ষতা প্রমাণ করবে। জাগগি যেখানে শুদ্ধ ভাংরা নাচের সমর্থক সেখানে সিমি তাতে পাশ্চাত্য ধারার মিশ্রণ ঘটিয়েছে। প্রাথমিকভাবে তাদের এ নিয়ে বিরোধ হয়, কিন্তু নাচটির প্রতি তাদের ভালবাসায় কোনও খাদ নেই আর তাতেই অমৃতসরের আন্তঃকলেজ ভাংরা নাচের এই প্রতিযোগিতা তাদের কাছাকাছি আনে। আর নাচকে ভালবাসার সঙ্গে সঙ্গে তাদের দুজনের মধ্যেই একসময় ভালবাসা হয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।