Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একই দিনে পাক-আফগান হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

অ্যাডিলেড ওভালে আগে ব্যাট করে ১৯.৪ ওভারে ১৩৫ রান করে অলআউট হয় অ্যাডিলেড স্ট্রাইকার্স। ১৩৬ রান তুলে জিততে সিডনি সিক্সার্সের কাজটা সহজ হতে দেননি রাশিদ খানরা। ২২ রান খরচে ৪ উইকেট নেওয়া রাশিদ করেন হ্যাটট্রিকও। ১১ তম ওভারের শেষ দুই বলে জেমস ভিন্স ও জ্যাক এডওয়ার্ডসকে ফেরানোর পর ১৩ তম ওভারের প্রথম বলে ফেরান জর্দান সিল্ককে। এর আগে রাশিদ নিয়েছিলেন ড্যানিয়েল হিউজের উইকেটও।

এটি টি-টোয়েন্টিতে রাশিদ খানের তৃতীয় হ্যাটট্রিক। এর আগে এমন কীর্তি আছে কেবল অমিত মিশ্র, অ্যান্ড্রু টাই, আন্দ্রে রাসেল ও মোহাম্মদ সামির। রাশিদ খান এদিন খেলতে নেমেছিলেন নিজের ২০০তম টি-টোয়েন্টি ম্যাচ। বিগ ব্যাশ লিগে প্রথম ওভারসিজ ক্রিকেটার হিসাবে হ্যাটট্রিক করেন তিনি। বল হাতে ৪ উইকেট নেওয়া টম কারেন ২০ বলে ২১ রান করে সিডনি সিক্সার্সকে জয় পেতে বড় ভ‚মিকা রাখেন। ৮ বল ও ২ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে সিডনি সিক্সার্স।

এর রেশ কটতে না কাটতেই মেলবোর্ন স্টারস ও সিডনি থান্ডারের মধ্যকার ম্যাচও দেখেছে আরো এক হ্যাটট্রিক। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে থান্ডার্সের বিপক্ষে হ্যাটট্রিক করেন পাকিস্তানের রউফ। প্রথম ইনিংসের শেষ ওভারে বোলিং আসেন ডানহাতি এই পেসার। দ্বিতীয় বলে ৪১ রান করা ম্যাথু গিল্কসকে আউট করেন তিনি। পরের বলে ৩৫ রানে থাকা থান্ডার্স অধিনায়ক কলাম ফার্গুসনকে বোল্ড করে ফেরান রউফ। দুই বলে দুই থিতু ব্যাটসম্যানকে ফেরানোর পর নতুন ব্যাটসম্যান হিসেবে নামা ড্যানিয়েল সামসকে এলবিডবিøউ করে ফেরান তিনি। ৪ ওভারে ২৩ রান দিয়ে ৩টি উইকেট নেন রউফ। বনে যান বিগ ব্যাশে হ্যাটট্রিক করা প্রথম কোন পাকিস্তানি বোলার। তার গতির ঝড়ে ২০ ওভারে ৫ উইকেট হারানো ১৪৫ রানে থামে সিডনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হ্যাটট্রিক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ