গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের দেওয়া কারণ দর্শানো নোটিশের জবাব দিয়েছেন ঢাকা উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।
গতকাল বুধবার বিকেল ৩টার দিকে আতিকের প্রতিনিধি উত্তরের রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ সংক্রান্ত একটি চিঠি জমা দেন। উত্তরের রিটার্নিং অফিসারের স্টাফ অফিসার মাহবুব আলমের কাছে চিঠি জমা দেওয়া হয়।
জবাবে বলা হয়েছে, মেয়র প্রার্থী আতিক কোনো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেননি। নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার পর ঢাকা উত্তরা থানা আওয়ামী লীগের আয়োজনে একটি মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
সেখানে আতিক অংশগ্রহণ করেন। এতে করে নির্বাচনী বিধি ২০১৬ লঙ্ঘন হয়নি। এর আগে ৬ জানুয়ারি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে নোটিশ দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।