Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাউজানে ডাকাতের আঘাতে মা ছেলে আহত

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২০, ৬:৩১ পিএম

চট্টগ্রামের রাউজানে ডাকাতের আঘাতে মা ছেলে আহত হয়েছে। গতকাল রাতে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ঘটনা ঘটে। জানা যায়, আবুল আহমেদ (৩০) নামে এক গাড়ি চালকের ঘরের পেছনের দরজা ভেঙে ৬ ডাকাত ঘরে প্রবেশ করে। এসময় ডাকাত দলকে ওই পরিবারের লোকজন প্রতিহত করার চেষ্টা করলে আবুল আহমেদ ও তার মা খতিজাকে (৬০) কে কুপিয়ে ও লোহার রড দিয়ে মাথায় আঘাত করে আহত করে ডাকাত দল।
আবুল আহমেদ জানান, ডাকাতরা দেড়ভরি স্বর্ণালংকার, ৩টি মোবাইল সেট, নগদ সাড়ে ৮ হাজার টাকা লুটে নেয়। আমরা হাসপাতালে যাওয়ার আগে রাউজান পূর্বগুজরা পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে বিষয়টি মৌখিকভাবে পুলিশকে অবহিত করেন।
এ বিষয়ে রাউজান থানার উপপরিদর্শক (এস.আই) টুটুন মজুমদার বলেন, ডাকাতির ঘটনার খবর জানতে পেরে বিকালে আঁধারমানিক গ্রামে ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনার বিষয়টি পরিদর্শন করে বিস্তারিত জানাতে পারবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাকাতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ