Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

লন্ডনের কোকো থিয়েটারে অগ্নিকাণ্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২০, ২:২১ পিএম

লন্ডনের ঐতিহাসিক কোকো থিয়েটার আগুন লেগে সম্পূর্ণ পুড়ে গেছে। গতকাল সোমবার রাতে এতে আকস্মিক অগ্নিকাণ্ড দেখা দেয়। ৮টি ফায়ার ইঞ্জিন ও প্রায় ৬০ জন অগ্নিনির্বাপকের কঠোর পরিশ্রমে সেখানকার আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে ভিডিওতে দেখা যায়, ভবনটির ছাদ দিয়ে ধোয়া ও আগুন উঠে যাচ্ছে আকাশে। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। এতে আরো বলা হয়, কোকো থিয়েটারকে নতুন করে সাজানো হচ্ছিল। আগে এটি পরিচিত ছিল ক্যামডেন প্যালেস নামে। এরপর তাকে নতুন রূপ দিয়ে কোকো থিয়েটার হিসেবে চালু করার কথা ছিল এই বসন্তে।

উত্তর লন্ডনের ক্যামডেনে অবস্থিত এই ভেন্যুটি বিখ্যাত হয়েছে বিশ্বের মেগা মেগা শিল্পীদের কারণে। তারা এখানে সঙ্গীত পরিবেশ করেছেন। এর মধ্যে রয়েছেন ম্যাডোনা, প্রিন্স, কেনি ওয়েস্ট ও ব্রæনো মার্স। এই ভবনটি উদ্বোধন করা হয়েছিল ১৯০০ সালে। তখন এর নাম ছিল ক্যামডেন থিয়েটার। লন্ডন ফায়ার ব্রিগেড বলেছে, ২২ জন মানুষ জরুরি বিভাগে ফোন করে অগ্নিকান্ডের খবর জানান। ফায়ার ব্রিগেডের সহকারী কমিশনার জোনাথন স্মিথ টুইটে বলেছেন, কঠোর শ্রম এবং দ্রæত গতির পদক্ষেপের কারণে আগুন ছড়িয়ে পড়া বন্ধ করা গেছে। তার ভাষায়, আমরা নিরাপত্তার জন্য সারারাত এখানে অবস্থান করছি। তবে কিভাবে অগ্নিকান্ডের সূত্রপাত তা কেউ বলতে পারছে না। এ বিষয়ে তদন্ত চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ