প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউড শীর্ষ পাঁচ
১ গুড নিউজ
২ দাবাঙ থ্রি
৩ ‘মরদানি টু’
৪ পতি পত্নী অওর উও
৫ পানিপথ
‘ম্যায়নে পেয়ার কিয়া’ রিমেকে যাদের দেখতে চান ভাগ্যশ্রী
সালমান খানের প্রথম ব্লকবাস্টার ‘ম্যায়নে পেয়ার কিয়া’র ৩০তম বর্ষপূর্তি হয়েছে সম্প্রতি। এই ফিল্মে সালমানের বিপরীতে ছিলেন ভাগ্যশ্রী। অভিনেত্রীটি চলচ্চিত্রটির সম্ভাব্য রিমেক সম্পর্কে তার মত ব্যক্ত করেছেন। গেল কয়েক বছরে ৮০ ও ৯০ দশকের বেশ কিছু ব্লকবাস্টারের রিমেক হয়েছে বা হচ্ছে। তাতে সুরজ বারজাত্য’র ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ম্যায়নে পেয়ার কিয়া’রও সম্ভাবনা আছে রিমেকের। এই রোমান্স ড্রামাটিই সালমানকে তারকা খ্যাতি দেয়। চলচ্চিত্রটির রিমেক নিয়ে ভাগ্যশ্রীকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, তিনি ঠিক রিমেকের ভক্ত নন এবং মনে করেন কিছু সৃষ্টি আছে যেগুলোকে স্পর্শ করা উচিত ন। কারণ তুলনার বিষয়টি এসে যায় বলে নির্মাণ আর পারফর্মেন্সের ক্ষেত্রে চাপে থাকতে হয়। তবে ‘ম্যায়নে পেয়ার কিয়া’র রিমেক হলে তাতে তিনি তার সুমন ভূমিকায় আলিয়া ভাটকে দেখতে চান কারণ তার মাঝেই সেই নিষ্কলুষতা আছে। আর সালমান রূপায়িত প্রেমের ভূমিকায় তার কাছে রণবীর কাপুর বা রণবীর সিংকে মানানসই মনে হয়। ভাগ্যশ্রী বিয়ের পর চলচ্চিত্রকে বিদায় দেন। তার ছেলে অভিমন্যু দাসানির অভিনয়ে অভিষেক হয়েছে এই বছরের ‘মর্দ কো দার্দ নেহি হোতা’ দিয়ে। অভিমন্যু এখন ‘নিকম্মা’ নিয়ে ব্যস্ত আছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।