Inqilab Logo

মঙ্গলবার, ০৪ জুন ২০২৪, ২১ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

প্রথম নারী চ্যান্সেলর হলেন হিলারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

নর্দার্ন আয়ারল্যান্ডের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কুইন’স ইউনিভার্সিটির চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। বিশ্ববিদ্যালয়টির ১৭২ বছরের ইতিহাসে এই প্রথম কোনো নারী চ্যান্সেলর নিয়োগ দেয়া হলো। চ্যান্সেলর হিসেবে তার মেয়াদ থাকবে পাঁচ বছর। তিনি ২০১৮ সালে বিশ্ববিদ্যালয়টি থেকে সম্মানসূচক ডিগ্রি পেয়েছিলেন। এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়, ক্লিন্টনের আগে কুইন’স ইউনিভার্সিটির সাবেক চ্যান্সেলর ছিলেন টম মোরান নামের এক ব্যবসায়ী। ২০১৮ সালের আগস্টে তিনি মৃত্যুবরণ করেন। ক্লিন্টনের মতো তিনিও একজন আমেরিকান ছিলেন। তার মৃত্যুর পর বিশ্ববিদ্যালয়ের বিশেষ এক কমিটি ক্লিন্টনকে চ্যান্সেলর হিসেবে নির্বাচিত করেছে। বেলফাস্টে অবস্থিত কুইন’স ইউনিভার্সিটির চ্যান্সেলরের পদটি মূলত আনুষ্ঠানিকতা মাত্র। পদটির কার্যনির্বাহী ক্ষমতা নেই। চ্যান্সেলর হিসেবে ক্লিন্টন বিশ্ববিদ্যালয়ের একজন দূত ও ভাইস-চ্যান্সেলরের (উপাচার্য) জন্য উপদেষ্টা হিসেবে কাজ করবেন। এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারী

১৫ জানুয়ারি, ২০২৩
২৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ