Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টি-২০ বিশ্বকাপে তাক ‘স্টেইন গান’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে ফেরার কথা নিশ্চিত করেছেন ডেল স্টেইন। তবে তার চোখ অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে। পরশু বিগ ব্যাশ লিগ (বিবিএল) ডার্বিতে মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে নিজের শেষ ম্যাচ খেলবেন মেলবোর্ন স্টার্সের দক্ষিণ আফ্রিকান পেসার। দুই সপ্তাহ বিরতি দিয়ে আবার মাঠে ফিরবেন, দেখা যাবে প্রোটিয়াদের জার্সিতে। গত বছর মার্চের পর আর খেলেননি স্টেইন। সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি দল থেকেও ছিটকে যান। ৪ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তিনি, ‘খেলবো, আমি জানি। সরাসরি মাঠে দেখা হবে। ওয়ানডেও খেলতে চাই।’ ক্যারিয়ারের ষষ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আশাবাদী স্টেইন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলায় অনেক গুরুত্ব দিচ্ছি।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ