মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানে নির্যাতিত হিন্দুরা প্রাকৃতিক বা স্বাভাবিক নিয়মেই ভারত যাবেন। তারা ইতালি যাবেন না। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানে মুসলিম বাদে নির্যাতিত ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব দেয়ার জন্য ভারতে পাস হয়েছে নাগরিকত্ব সংশোধন আইন। এর আগে থেকেই সেখানে তীব্র উত্তেজনা, বিক্ষোভ প্রতিবাদ হচ্ছে। ওই আইনের পক্ষে অবস্থান নিয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে ওই মন্ত্রীর প্রশ্ন, আপনারা কেন প্রতিবাদ করছেন? আপনারা কার বিরুদ্ধে প্রতিবাদ করছেন? যদি বাংলাদেশ ও পাকিস্তানের হিন্দুরা ভারতে না যান তাহলে তারা কোথায় যাবেন, ইতালি? প্রশ্ন করেন তিনি। বলেন, শিখরা তো ইতালি যাবেন না। তাই আমাদের দায়িত্ব তাদেরকে আশ্রয় দেয়া, নাগরিকত্ব দেয়া। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই। গত ১২ই ডিসেম্বর পাস হয় নাগরিকত্ব সংশোধন আইন। ভারতের রাজধানী নয়া দিল্লিসহ দেশের বিভিন্ন স্থানে সহিংস বিক্ষোভ হয়েছে। এতে কমপক্ষে ২২ জনের প্রাণহানি হয়েছে। আইনটির বিরুদ্ধে অবস্থান নিয়েছে পশ্চিমবঙ্গ, কেরালা, পাঞ্জাব, কর্নাটক সহ বিভিন্ন রাজ্য ও এর মুখ্যমন্ত্রীরা। এই আইনের অধীনে ২০১৪ সালের ৩১ শে ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানে নির্যাতিত ধর্মীয় সংখ্যালঘু যারা ভারতে প্রবেশ করেছেন তাদেরকে নাগরিকত্ব দেয়ার কথা বলা হয়েছে। পিটিআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।