পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিগত আন্দোলন সংগ্রামে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি দলের লোকের দ্বারা নির্যাতিত এবং গুম খুনের শিকার হওয়া বিএনপির ৩ জন নেতার পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জাতীয়তাবাদী হেল্প সেল। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সেমিনার হলে এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল। ছাত্রদলের সাবেক সহ সম্পাদক ও জাতীয়তাবাদী হেল্পসেলের সদস্য রাজিব আহসান চৌধুরী পাপ্পুর সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য ফয়সাল আহমেদের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন, জাতীয়তাবাদী হেল্প সেলের সদস্য ও ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন ও হেল্পসেলের সমন্বয়ক সুমন আহসান।
সংক্ষিপ্ত বক্তব্যে হাবিব উন নবী খান সোহেল বলেন, আজকে এই সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেজন্য গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তার মুক্তির জন্য আন্দোলন বেগবান করতে হবে। নির্যাতিত পরিবারগুলোকে সহায়তার জন্য জাতীয়তাবাদী হেল্পসেলকে ধন্যবাদ এবং আগামীতে পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।