রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা
মীরসরাইয়ে ভিটেমাটি দখল, হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে উপজেলার জোরারগঞ্জ থানাধীন বিষুমিয়ারহাট এলাকার গোবিন্দুপর গ্রামের টুকু সওদাগর বাড়ির জনৈক মৃত মোয়াজ্জেম হোসেনের কন্যা সুলতানা আক্তার। গত ২৭ অক্টোবর মীরসরাই সদরের করিম মার্কেটস্থ মীরসরাই প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে তার উপর হওয়া অবিচার ও অন্যায়ের বর্ণনা দেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন- তার মা সামছুন নাহার (৭০), বড়ভাই মাইনুল হোসেন বিপুল (৪৫) ও অপর নিকটাত্মীয় মো. ফারুক হোসেন (৩০)। সুলতানা লিখিত বক্তব্যে বলেন, বিগত ২০১৪ সাল থেকে বাড়ির ভিটেমাটি নিয়ে তার (সৎ) চাচা আলমগীরের সাথে বিরোধ চলে আসছিল। গত ৩ অক্টোবর তাদের বসত ঘরের সংস্কারের জন্য কিছু টিন বেড়া ও অন্যান্য আসবাবপত্র খুলে পার্শ্ববর্তী স্থানে রাখেন। এদিকে এ সুযোগে তার চাচা ও চাচাতো ভাইরা মিলে তাদের ভিটের মধ্যে ৬ হাত জায়গায় জোরপূর্বক ঘর নির্মাণ করে ফেলে। এ নিয়ে তিনি বাধা দিলে চাচা এবং চাচাতো ভাইয়েরা মিলে তাকে এবং তার বৃদ্ধা মাকে অকথ্য ভাষায় গালাগাল দিয়ে তাদের মারধর করে। পরে তিনি বিষয়টি জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি আরো অভিযোগ করেন, পুলিশ এ বিষয়ে প্রতিপক্ষের সাথে হাত মিলিয়ে কোন প্রকার সুরাহা করেনি। গত ২৪ অক্টোবর তিনি তার ভিটায় শ্রমিক দিয়ে কাজ করানোর সময় তার চাচাতো ভাইয়েরা বাধা প্রদান করে এবং শ্রমিকদের মেরে তাড়িয়ে দেয়ার চেষ্টা করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।