প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১ গুড নিউজ
২ দাবাঙ থ্রি
৩ ‘মরদানি টু’
৪ পতি পত্মী অওর উও
৫ পানিপথ
রাজ মেহতা পরিচালিত কমেডি ফিল্ম।
বরুণ বাত্রা (অক্ষয় কুমার) একজন সফল গাড়ি ব্যবসায়ী। সে আর তার স্ত্রী দীপ্তি বাত্রা (কারিনা কাপুর খান)মা হবার জন্য বরুণের ওপর চাপ সৃষ্টি করে চলেছে অনেক দিন ধরে। ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত তারা আইভিএফ (ইন-ভিট্রো ফার্টিলাইজেশন- টেস্টটিউব) পদ্ধতির শরণাপন্ন হয়। কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আনন্দ জোশির (আদিল হুসেন) একটি ভুলের কারণে আরেক বাত্রার শুক্রাণুর সঙ্গে বরুণের শুক্রাণু অদলবদল হয়ে যায়। এই বাত্রা হল হানি বাত্রা (দিলজিত দোসাঞ্জ)। পাঞ্জাবি হানি আর তার স্ত্রী মোনিকারও (কিয়ারা আডবানি) একই সমস্যা তারাও আইভিএফ পদ্ধতি গ্রহণ করে ফেঁসে যায়। সমস্যা হয়তো হত না, কিন্তু দুই দম্পতি এই অদলবদলের কথা জেনে যায়। শুরু হয় দুই দম্পতির মাঝে অদ্ভুত এক বিবাদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।