গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
আইনজীবী সমিতির (ঢাকা বার) কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় কোর্ট হাউস স্ট্রিটে সমিতির প্রধান কার্যালয়ের তৃতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ছুটে যান সেখানে। ৯:৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. রাসেল সিকদার জানান, ‘আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটকে সেখানে পাঠানো হয়। পরে ৯:৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।’
আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান তিনি। তবে শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করছেন ঢাকা বারের কয়েকজন আইনজীবী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।