Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

সাদমান পাপ্পুর নতুন গান পাগলীরে তোর জন্য

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

প্রকাশত হচ্ছে নতুন প্রজন্মের সঙ্গীতশিল্প সাদমান পাপ্পুর নতুন গান ‘পাগলীরে তোর জন্য’। আজ গানটি ধ্রুব মিউজিক কটেজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। ইমরান হোসাইনের কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন আমজাদ হোসেন। দারুণ গল্পে গানটির দৃষ্টিনন্দন ভিডিও নির্মাণ করেছেন সাইফুল ইসলাম রোমান। ভিডিওতে দেখা যাবে টিভি অঙ্গনের পরিচিত মুখ ইমতু রাতিশ এবং ফাতিমা আক্তার আদিবাকে। সাদমান পাপ্পু বলেন, ‘পাগলীরে তোর জন্য’ গানটি একজন প্রেমিকের আর্তনাদের গান। অনেক সময় নিয়ে কাজটি করেছি আমরা। গানটির সঙ্গে দারুণ একটা গল্প তৈরি হলো ভিডিওটির মাধ্যমে। আশা করছি, শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’ ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, নতুন বছরের প্রথমদিন তাদের ফোক গানের প্ল্যাটফর্ম ‘ধ্রুব মিউজিক কটেজ’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে ‘পাগলীরে তোর জন্য’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

 



 

Show all comments
  • Md naim ২২ মে, ২০২০, ১১:৫১ পিএম says : 0
    Song
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ