Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

নিজের গানের স্বত্ব বেচবেন না এল্টন জন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

কিংবদন্তী গায়ক ও মিউজিসিয়ান স্যার এল্টন জন তার সারা জীবনের গানের সম্ভার (ক্যাটালগ) বিক্রি করতে অস্বীকৃতি জানিয়েছেন। ইতোপূর্বে বব ডিলান এবং ব্রুস স্প্রিংস্টিন তাদের গানের ক্যাটালগ যথাক্রমে ২০০ মিলিয়ন এবং ৫০০ মিলিয়ন ডলারে বিক্রি করেছেন গত বছর। ধারণা করা কঠিন নয় তার সৃষ্টির মূল হয় এই দুই মানের মাঝামাঝি বা বেশিই হবে। কিন্তু ৭৫ বছর বয়সী গায়ক জানান, তিনি অর্থ নিয়ে মাথা ঘামান না বরং নিজের সৃষ্টিকে ভালবাসেন। জনের ন্ধু ডেভিড ফার্নিশ বলেন, সে তার নিজের গানের ওপর নিয়ন্ত্রণ হারাতে চায় না। এই মুহূর্তে তো নয়ই। গায়ক বলেন, ’আসলেই যদি অর্থ প্রয়োজন পড়ে তাহলে হয়তো হতে পারে, তবে এখন কেন? যখন পেশা থেকে সরে যায় কেউ তখন এমন পদক্ষেপ নেয়া যেতে পারে। কিন্তু এখন আমি উপভোগ করছি, এখন এমন করলে তা হবে লজ্জাজনক।’ আগামী বছর জুলাই পর্যন্তে ৩০০ কনসার্টে অংশ নেয়ার পর এল্টন জন আর ট্যুর করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। ৭০ দশক থেকে এ পর্যন্ত এল্টন জনের ৩১ টি অ্যালবাম বেরিয়েছে, রেকর্ড বিক্রি হয়েছে ৩০০ মিলিয়ন। এল্টন জনের জীবনী অবলম্বনে ‘ডেক্সটার ফ্লেচারের পরিচালনায় ‘রকেটম্যান’ ফিল্মটি ২০১৯-এ মুক্তি পায়; এতে তার ভূমিকায় অভিনয় করেছেন ট্যারন এজারটন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিজের গানের স্বত্ব বেচবেন না এল্টন জন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ