Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোমাঞ্চ জাগিয়েও পারল না ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

দক্ষিণ আফ্রিকার পেসবান্ধব উইকেটে চারশো ছুঁইছুঁই রান তাড়ায় দারুণ শুরু করেছিল ইংল্যান্ড। জমে উঠেছিল ম্যাচ। কিন্তু রোমাঞ্চের আভাসেই সব সার। রেকর্ড গড়ে আর রান তাড়া করা হয়নি ইংল্যান্ডের। ররি বার্নস, জো রুটদের প্রতিরোধ ভেঙে দক্ষিণ আফ্রিকাকে জিতিয়েছেন কাগিসো রাবাদা, আনরিক নরকিয়ারা।

গতকাল সেঞ্চুরিয়নে চতুর্থ দিনে ইংল্যান্ডকে ১০৭ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এতে চার টেস্ট ম্যাচের সিরিজে স্বাগতিকরা এগিয়ে গেল ১-০ ব্যবধানে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩০ পয়েন্টও অর্জনের খাতায় যোগ হলো প্রোটিয়াদের। দলকে জেতাতে রাবাদা ১০৭ রানে ৪, নরকিয়া ৫৭ রানে ৩ উইকেট নেন। স্পিনার কেশব মহারাজ পান ৩৭ রানে ২ উইকেট।

৩৭৬ রানের রেকর্ড রান তাড়ায় আগের দিনই ১ উইকেটে ১২১ তুলে ফেলেছিল ইংল্যান্ড। সবচেয়ে যিনি আলো ছড়িয়েছেন সেই বার্নস দিনের শুরুতেই বিদায়। নরকিয়ার বলে ৮৪ রানে ক্যাচ দিয়ে ফেরেন ইংলিশ ওপেনার। আরেক অপরাজিত ব্যাটসম্যান জো ডেনলিকে তুলে নেন ডোয়াইন প্রিটোরিয়াস। বেন স্টোকস কাবু হন মহারাজের বলে। ইংল্যান্ডের ভেঙে পড়ার ইঙ্গিত তখনই মিলছিল। প্রতিরোধ গড়েছিলেন অধিনায়ক জো রুট। তাকেও উইকেটের পেছনে ক্যাচ বানান নরকিয়া। জনি বেয়ারস্টো, জস বাটলার, স্যাম কুরান আর স্টুয়ার্ট ব্রডকে আউট করে শেষটা মুড়েছেন রাবাদা।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ২৮৪ ও ২য় ইনিংস : ২৭২
ইংল্যান্ড ১ম ইনিংস : ১৮১ ও ২য় ইনিংস : ৪১ ওভারে ১২১/১ (বার্নস ৮৪, সিবলি ২৯, ডেনলি ৩১, রুট ৪৮, স্টোকস ১৪, বাটলার ২২; রাবাদা ৪/১০৭, নরকিয়া ৩/৫৬, প্রিটোরিয়াস ১/২৬, মহারাজ ২/৩৭)
ফল : দক্ষিণ আফ্রিকা ১০৭ রানে জয়ী।
ম্যাচসেরা : কুইন্টেন ডি কক।
সিরিজ : ৪ ম্যাচে দ.আফ্রিকা ১-০তে এগিয়ে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইংল্যান্ড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ