Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিসরে সড়ক দুর্ঘটনায় ২২ গার্মেন্টস শ্রমিকসহ নিহত ২৮

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৯, ১:০৬ পিএম

মিসরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২২ গার্মেন্টস শ্রমিকসহ ২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩২ জন।
স্থানীয় সময় গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) মিসরের বন্দরনগরী সাইদের সুয়েজ খাল শহরে পোশাক শ্রমিক বহনকারী একটি মিনিবাসে বেপরোয়া গতির একটি ট্রাক ধাক্কা দিলে মিনিবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় ২২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৮ শ্রমিক। খবর আলজাজিরার।
এর দুই ঘণ্টা পরই দেশটির লোহিত সাগর তীরবর্তী এলাকায় ঘুরতে যাওয়ার সময় কায়রোর পূর্ব দিকে একটি ট্রাক ও দুটি পর্যটকবাহী মিনিবাসকে ধাক্কা দিলে একজন বাসচালকসহ ৮ জন নিহত এবং অন্তত ২৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে তিন মিসরীয় পর্যটক, একজন বাসচালক, একজন প্রহরী, একজন ট্যুর গাইড, দুজন মালয়েশিয়ান ও একজন ভারতীয় পর্যটক রয়েছেন। সূত্র: আলজাজিরা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিসর

২৮ জানুয়ারি, ২০২২
১৭ জানুয়ারি, ২০২২
১৩ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ