প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউড শীর্ষ পাঁচ
১ দাবাঙ থ্রি
২ ‘মরদানি টু’
৩ পতি পতœী অওর উও
৪ পানিপথ
৫ দ্য বডি
দাবাঙ থ্রি
প্রভু দেবা পরিচালিত অ্যাকশন কমেডি। সিরিজের প্রথম দুই পর্বের প্রিকুয়েল।
এক বিয়ের অনুষ্ঠানে স্থানীয় গু-া হামলা করলে চুলবুল পা-ের (সালমান খান) হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। চুলবুল জানতে পারে এই গু-া মাফিয়া প্রধান বালির (সুদীপ) হয়ে কাজ করে। বর্তমানের খেয়ালি ও ব্যতিক্রমী পুলিশ চুলবুলের অতীতের এক সংবেদনশীল দিক জানা যায়। সেই সময় সে ছিল ধাক্কাড় পা-ে। খুশির (সায়ি মাঞ্জরেকার) সঙ্গে ধাক্কাড়ের পরিচয় হয়, খুশি আসলে ছিল মাক্ষির (আরবাজ খান) জন্য মায়ের পছন্দ করা কনে, কিন্তু ঘটনার পরম্পরায় ধাক্কাড় তার প্রেমে পড়ে। খুশির কারণেও ধাক্কাড় ধীরে ধীরে চুলবুল ‘রবিনহুড’ পা-ে হয়ে ওঠে। মানুষের উপকার করা, তার নিজস্ব পদ্ধতিতে আইন রক্ষা করা আর সানগ্লাস কলারের পেছনে গুঁজে রাখার কারণগুলো একে একে তার জীবনধারায় যোগ হয় আর সেসবের পিছে খুশির প্রভাব প্রকাশ পায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।