মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ’র ১৪৩ বার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা নিবেদনের পর বলেছেন, পাকিস্তানের জনক দ্বিজাতি তত্ত্বের যে ভিশন তুলে ধরেছিলেন আজকের দিনে তার বাস্তবতা আরো বেশি করে স্বীকার করে নেয়া হয়েছে। বুধবার আইএসপিআর এক বিবৃতিতে এ কথা জানায়। করাচিতে জাতির জনকের সমাধি পরিদর্শনের পর সেনাপ্রধান বলেন, পাকিস্তান সৃষ্টির ব্যাপারে জাতির জনকের ভিশন ছিলো দ্বিজাতি তত্ত্ব, যা আজকে অনেক বেশি স্বীকৃত। পাকিস্তান সৃষ্টির ব্যাপারে কায়েদের নিরলস প্রচেষ্টা ও রাজনৈতিক ভিশনের প্রশংসা করে জেনারেল বাজওয়া বলেন: আমাদেরকে তিনি পাকিস্তান এনে দিয়েছেন এই ভাবনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না। আসলে সেনাপ্রধান প্রতিবেশী দেশ ভারতে যা হচ্ছে সেদিকে ইংগিত করতে চেয়েছেন। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুসলিম-বিরোধী বিতর্কিত নাগরিকত্ব আইন প্রণয়ন করে। এই আইনের বিরুদ্ধে সারা ভারতে সহিংস আন্দোলন চলছে। পুলিশ বিক্ষোভকারীদের উপর দমন অভিযান চালানোর কারণে দুই ডজনের বেশি লোক নিহত এবং অসংখ্য মানুষ আহত হয়েছে। অপর এক খবরে বলা হয়, নিয়ন্ত্রণ রেখা বরাবর অস্ত্রবিরতি লঙ্ঘন করে ভারতীয় বাহিনীর গোলায় দুই পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। এছাড়া এক সুবেদারসহ তিন ভারতীয় সেনাকেও হত্যা করেছে পাকিস্তানি বাহিনী। বৃহস্পতিবার সীমান্তের দাওয়া সেক্টরে এমন ঘটনা ঘটেছে। পাকিস্তানি ইংরেজি দৈনিক ডন ও ভারতের ইন্ডিয়া টুডের খবরে এমন দাবি করা হয়েছে। এক টুইটবার্তায় পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, নিহতরা হলেন, নায়েব সুবেদার কান্দেরো ও সিপাহী এহসান। ৩৬ ঘণ্টা ধরে এই অস্ত্রবিরতি লঙ্ঘনে পাকিস্তানি বাহিনীও জবাব দিয়েছে। দেশটির আইএসপিআরের দাবি, হাজি পীর সেক্টরের একটি ভারতীয় সেনা চৌকি ধ্বংস ও একজন সুবেদারসহ তিন ভারতীয় সেনাকে হত্যা করা হয়েছে। সোমবার আজাদ কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় সফরে যান পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। তিনি বলেন, যে কোনো আগ্রাসনের জবাব কিংবা তা ব্যর্থ করে দিতে পাকিস্তানি সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। এমন এক সময় এই সফরের ঘটনা ঘটেছে, যখন দুই দেশের সীমান্তে ব্যাপক গোলাবিনিময় চলছে। ডন, ইন্ডিয়া টুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।