Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৈশ্বিক নগরী হওয়ার সম্ভাবনা রয়েছে গোয়াদারের : বাজওয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২০, ১২:০১ এএম

তথ্য ও সম্প্রচার বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও চায়না-পাকিস্তান ইকনমিক করিডোর (সিপিইসি) কর্তৃপক্ষের চেয়ারম্যান অসিম সালিম বাজওয়া বলেছেন যে গোয়াদারের বৈশ্বিক নগরী হওয়ার সম্ভাবনা রয়েছে। এক টুইটে তিনি বলেন, সিপিইসি’র আওতায় গোয়াদার বন্দরের উন্নয়ন কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এর অনন্য উপক‚ল রেখার কারণে গোয়াদার বন্দর একটি ভাইব্রান্ট বন্দর হিসেবে আত্মপ্রকাশ করেছে। ২০১৯ সালে এই বন্দরের উন্নয়ন কাজ হয়েছে সবচেয়ে বেশি। কৌশলগত এই বন্দরটি বালুচিস্তান সরকারের মাস্টার প্লানের অংশ এবং এর পাশাপাশি সিপিইসি’র বহু প্রকল্প বাস্তবে রূপ নিচ্ছে। নগরীর নতুন আন্তর্জাতিক বিমান বন্দর নির্মাণের কাজ শুরু হয়েছে। ফোর্বস ম্যাগাজিনের মতে, বিশ্বমানের নগরীকে হতে হবে যানজট, শব্দ ও অপরাধ এবং অতিরিক্ত জনসংখ্যা থেকে মুক্ত। বরং সেখানে বেশি সবুজ এলাকা, শান্তিপূর্ণ সড়ক, দৃষ্টিনন্দন স্থাপত্য, ভালো পরিবহন সংযোগ ও নিরাপদ পরিবেশ থাকবে। এখন গোয়াদারে বৈশ্বিক অর্থনৈতিক মঞ্চে প্রতিযোগিতা করার মতোই গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর উন্নয়ন কাজ চলছে। রোববার থেকে গোয়াদার দিয়ে আফগানিস্তানে পণ্য পরিবহন শুরু হয়েছে। ২০২২ সালে নগরীর নতুন বিমানবন্দর উদ্বোধনের কথা রয়েছে। তার আগেই এখানকার বেশিরভাগ গুরুত্বপূর্ণ প্রকল্প নির্মাণ শেষ হবে বলে আশা করা হচ্ছে। জিভিএস, এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ