মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও টেলিফোনে পাকিস্তান সেনাবাহিনী প্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়ার সঙ্গে আফগানিস্তানের রাজনৈতিক সমঝোতা প্রক্রিয়া ও অন্যান্য ইস্যুতে কথা বলেছেন। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতর থেকে দেয়া এক বিবৃতিতে মুখপাত্র হিথার নুয়ের্ট বলেন, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেয়ার উপায়, আফগানিস্তানে রাজনৈতিক সমঝোতার প্রয়োজনীয়তা এবং বাছ-বিচার ছাড়াই দক্ষিণ এশিয়ার সকল জঙ্গি ও সন্ত্রাসী গ্রুপকে টার্গেট করার গুরুত্ব নিয়ে পম্পেও এবং জেনারেল বাজওয়া আলোচনা করেছেন। ২০১৫ সালে প্রথম কাবুল ও তালেবানের মধ্যে প্রত্যক্ষ আলোচনার আয়োজন করে পাকিস্তান। কিন্তু তখন তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমর নিহত হলে আলোচনা ভেঙ্গে যায়। শান্তির সম্ভাবনা নিয়ে ওয়াশিংটন বহুবার আলোচনা করেছে এবং পাকিস্তান বলেছে যে সে তার প্রতিবেশী দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সবরকম সাহায্য করবে। চলতি বছরের গোড়ার দিকে, যুক্তরাষ্ট্র নিশ্চিত করে বলেছিলো সে ইসলামাবাদের মতো গুরুত্বপূর্ণ মিত্র দেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চায় না। এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।