মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সউদী আরবের তাবুক শহরের গভর্নর প্রিন্স ফাহাদ বিন সুলতান বিন আব্দুল আজিজ সোমবার রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সেনাবাহিনীর সদর দফতরে সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়ার সঙ্গে সাক্ষাত করেছেন। এক বিবৃতিতে আইএসপিআর জানায়, সাক্ষাতকালে তারা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। পাকিস্তান গত ডিসেম্বরে সউদী আরবের কাছ থেকে এক বিলিয়ন ডলার সহায়তা লাভ করে। এতে দক্ষিণ এশিয়ার দেশটির বৈদেশিক মুদ্রার সঞ্চয় জোরদার হয়। এ মাসেই রিয়াদের কাছ থেকে তৃতীয় কিস্তি সহায়তা আশা করা হচ্ছে। এতে রিজার্ভ ৯.২৪ বিলিয়ন ডলার দাঁড়াবে বলে আশা করা হচ্ছে। গত অক্টোবরে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের আমন্ত্রণে প্রধানমন্ত্রী ইমরান খান রিয়াদ সফর করেন এবং ভিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ কনফারেন্সে যোগ দেন। দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বাড়াতে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করার ব্যাপারেও পাকিস্তান ও সউদী আরব একমত হয়েছে। পাকিস্তানকে সরাসরি এফটিএ চুক্তি সই বা প্রথমে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) স্বাক্ষরের প্রস্তাব দিয়েছে রিয়াদ। এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।