বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঠাকুরগাঁওয়ে ঘর গরম করার জন্য খাটের নিচে রাখা আগুনে পুড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
জেলার পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিটলার হক বলেন, গতকাল বুধবার দিনগত রাতে ইউনিয়নের সেনুয়া বাজার এলাকায় রজিমা বেওয়া (৭০) নামে এই বৃদ্ধা মারা যান। রজিমা ওই এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী।
আগুনে পরিবারটির টাকাসহ ঘর ও মালপত্র পুড়ে গেছে।
চেয়ারম্যান পরিবারের বরাত দিয়ে জানান, “আগুন পোহানোর জন্য বিছানার নিচে মাটির পাত্রে আগুন রেখে শুয়ে ছিলেন রজিমা। সেখান থেকে আগুন মশারিতে লেগে যায়। পরে সারা ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরের মধ্যেই আগুনে পুড়ে রজিমা মারা যান।”
খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
চেয়ারম্যান হিটলার বলেন, “আগুনে ওই পরিবারের তিনটি ঘর ও মালপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
গত রাত ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, তিনি বৃদ্ধার পরিবারের খবর নিয়েছেন। দাফনের জন্য তাদের ১০ হাজার টাকা দেয়া হয়েছে। তাছাড়া পরিবারটিকে শীতবস্ত্র ও শুকনা খাবার দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।