Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৪ বছর পর রাজধানীর বাইরে জাতীয় অ্যাথলেটিক্স

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৯, ৯:৫১ পিএম

সাধারণত যে কোন ডিসিপ্লিনের জাতীয় চ্যাম্পিয়নশিপ রাজধানী ঢাকার মাঠেই অনুষ্ঠিত হয়। তবে মাঝে মধ্যে এর ব্যতিক্রম ঘটে। সেই ধারাবাহিকতায় ১৪ বছর পর ঢাকার বাইরে বসছে জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ৪৩তম আসর। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের যে কোন দিন চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের খেলা। ঢাকার বাইরে জাতীয় অ্যাথলেটিক্সের সর্বশেষ আসর বসেছিল ২০০৫ সালে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে। এর আগে এখানে ১৯৮৪ সালে অনুষ্ঠিত হয়েছিল এ প্রতিযোগিতা। দীর্ঘ একযুগেরও বেশী সময় পর আবার জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ঢাকার বাইরে যাচ্ছে। তৃতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম। এ প্রসঙ্গে বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু বলেন, ‘আমরা আগামী জানুয়ারি মাসে ৪৩তম জাতীয় চ্যাম্পিয়নশিপ করবো এমএ আজিজ স্টেডিয়ামে।’

চলতি বছর ২৪ থেকে ২৬ জানুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বসেছিল জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ৪২তম আসর। এই আসরগুলোর মধ্যে মাত্র চারটি বসেছিল রাজধানীর বাইরে- দুইবার চট্টগ্রামে এবং একবার করে ময়মনসিংহ ও যশোরে।

এবার ঢাকার বাইরে হবে জাতীয় চ্যাম্পিয়নশিপ- খবরটি শুনে দালুণ খুশি সাবেক অ্যাথলেট এবং জাতীয় কোচ মো. কিতাব আলী।

তিনি বলেন,‘ঢাকার বাইরে দু’টি চ্যাম্পিয়নশিপে আমি অংশ নিয়েছি। একটি ময়মনসিংহে ১৯৭৭ সালে, আরেকটি যশোরে। সেটাও সত্তর দশকের শেষ দিকের কথা।’

এমএ আজিজ স্টেডিয়ামে ট্র্যাক নেই। ঘাসের মাঠে দৌঁড়াতে হবে অ্যাথলেটদের। এ নিয়ে কিতাব আলীর কথা, ‘ঘাসের মাঠ যদি ভালো করে প্রস্তুত করা যায় খারাপ হয় না। তাও মাঝে-মধ্যে ঢাকার বাইরে জাতীয় চ্যাম্পিয়নশিপ করা ভালো। যে জেলা বা বিভাগীয় শহরে এ প্রতিযোগিতা হবে সেখানে অ্যাথলেটিক্স নিয়ে স্থানীয় ক্রীড়াবিদদের মধ্যে আগ্রহ সৃষ্টি হবে। আমি মনে করি, যে সব স্থানে অ্যাথলেটিক্সের ভালো চর্চা হয়, অ্যাথলেট পাওয়া যায় সেখানেই জাতীয় চ্যাম্পিয়নশিপ করা উচিত। আমি খুলনা, যশোর, চট্টগ্রাম, ময়মনসিংহের কথা আলাদা করেই বলবো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যাথলেটিক্স


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ