Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সাভারে খৃষ্টান পল্লীতে ডাকাতি

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৯, ৫:৩১ পিএম

ঢাকার সাভারের খৃষ্টান পল্লীর এক খ্রিস্টান বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এসময় ওই বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা স্বর্ণালঙ্কারসহ কয়েক লক্ষ টাকার মালামাল লুটপাট করে নিয়ে গেছে।
সোমবার দিবাগত গভীর রাতে সাভার সদর ইউনিয়নের দেওগাঁও পূর্বপাড়া মাদার তেরেসা সরকের মি: প্রবাদ কস্তার বাড়িতে এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতি হওয়া ওই পরিবারের সদস্যরা জানায়, গভীর রাতে একতলা বাড়ির কেচিগেটের তালা ভেঙ্গে ১৫/২০ সদস্যের একদল ডাকাত প্রবেশ করে বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেধে মারধর করে আলমারি ভেঙ্গে নগদ এক লক্ষ ত্রিশ হাজার টাকা ৮ টি আইফোন, একটি আইপেট ও ১২ ভরি স্বর্ণালঙ্কারসহ কয়েক লক্ষ টাকার মালামাল লুটপাট করে। ডাকাতরা বাড়ির গৃহকর্তার বোন অনিমা (৪২) তার স্বামী সুমনকে (৫০) মারধর করে আহত করে পালিয়ে যায়।
ডাকাতি হওয়ার খবর পেয়ে দুপুরে ওই বাড়ি পরিদর্শন করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ঘটনাস্থল পরিদর্শন শেষে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মলয় কুমার সাহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ দিলে মামলা নেয়া হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাকাতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ