Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নরসিংদীর ওলামা পরিষদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

নরসিংদীর করিমপুরে নবীন-প্রবীণ, আলেম ও হাফেজদের দস্তারে ফজিলত ও সম্মাননা প্রদান করা হয়েছে। আল-ইহসান ওলামা পরিষদ ও তরুণ কাফেলা এই সংবর্ধনার আয়োজন করে।
সম্মাননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান মেহমান ইংরেজ বিরোধী আন্দোলনের বীর সেনানী সৈয়দ হোসাইন আহমদ মাদানীর নাতী আল্লামা আজহার মাদানী।
অনুষ্ঠানে করিমপুরের মোট ৪৫ জন নবীন-প্রবীণ, আলেম ও হাফেজদেরকে পাগড়ি প্রদান ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিসরে কুরআন মুফতি হাবিবুর রহমান মিসবাহ, তানজিরুল মাদারিসিল কওমিয়া নরসিংদীর সভাপতি আলহাজ শওকত হোসাইন সরকার, শাইখুল হাদিস আল্লামা ঈসমাইল নূরপূরী, মাওলানা আহমদ আলী, মুফতি আতহার আলীসহ দেশ বরেণ্য ওলামায়ে কেরাম।
করিমপুর কুয়েত প্রবাসী ও যুব সমাজের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েত প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ বদরুজ্জামান বদু। অনুষ্ঠানের বিশেষ মেহমান আল্লামা সাজিদুর রহমান দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবর্ধনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ