Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরও শরণার্থী গ্রহণের ক্ষমতা আঙ্কারার নেই : এরদোগান

১০ সহস্রাধিক মানুষ ইদলিব ছেড়েছে, ইসরাইলি হামলা প্রতিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সিরিয়া সীমান্তে প্রায় অর্ধলক্ষ শরণার্থী অপেক্ষমান রয়েছে। তারা যে কোন মুহূর্তে সীমান্ত অতিক্রম করতে পারে। অপরদিকে, সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে নতুন করে অভিযান শুরু করেছে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী। রাশিয়ার সহায়তায় ইতোমধ্যেই শহরটিতে অগ্রসর হয়েছে আসাদ বাহিনী। এই যুদ্ধ-সংঘাতের ভয়াবহতায় ইতোমধ্যেই নিজ বাড়িঘর ছেড়ে পালিয়েছেন ওই এলাকার ১০ হাজারেরও বেশি মানুষ। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। প্রতিবেদনে বলা হয়, ইদলিবে যুদ্ধের ভয়াবহতায় তুর্কি সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে স্থানীয়রা। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ইদলিবের বিদ্যমান পরিস্থিতিতে সেখানকার ৫০ হাজার মানুষ তুরস্কে প্রবেশের অপেক্ষায় রয়েছে। কিন্তু নতুন করে আরও শরণার্থী গ্রহণের ক্ষমতা আর আঙ্কারার নেই। ইদলিবের স্থানীয় অ্যাক্টিভিস্ট সুলাইমান আবদুল কাদের আল-জাজিরাকে বলেন, বিমান হামলা চালিয়ে ও ব্যারেল বোমা নিক্ষেপ করে নির্বিচারে বেসামরিক কাঠামোগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। বেসামরিক নাগরিক ও বিদ্রোহী সবাইকে শহরছাড়া করার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে। এদিকে, ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী। অধিকৃত অঞ্চল থেকে ইসরাইলি সেনারা ওই হামলা চালায়। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, রোববার শেষ বেলায় রাজধানী দামেস্কের কাছে অন্তত চারটি স্থানে হামলা চালায় ইহুদিবাদী সেনারা। তবে ইসরাইলের ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এবং লক্ষ্যবস্তু কি ছিল সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানায় নি সানা। সিরিয়ার একটি সরকারপন্থী সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সম্ভবত লেবাননের আকাশ থেকে ইসরাইল চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এদিকে, সিরিয়ার সামরিক বাহিনী পশ্চিমাঞ্চলীয় হামা প্রদেশের একটি বিমান ঘাঁটির উপর দিয়ে উড়ে যাওয়া দুটি ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া, লাতাকিয়া শহরের উপর দিয়ে উড়ে যাওয়া আরেকটি ড্রোন ভূপাতিত করে সিরিয়ার সামরিক বাহিনী। প্রায় এক মাস বন্ধ থাকার পর ইহুদিবাদী ইসরাইল আবার সিরিয়ার ওপর হামলা শুরু করেছে। সানা,পার্সটুডে, আনাদোলু।

 



 

Show all comments
  • Md Akter Babul ২৪ ডিসেম্বর, ২০১৯, ১:০৫ এএম says : 0
    প্রতিহত আর কতকাল চলবে?প্রতিঘাত করুন মাটিতে মিশিয়ে দিন ইসরায়েলকে যেন নামনিশানা মিটিয়ে যায় ধূনিয়ার বুকথেকে ইয়াহুদিদের।
    Total Reply(0) Reply
  • Elora Eitu ২৪ ডিসেম্বর, ২০১৯, ১:০৫ এএম says : 0
    খুবি ভাল হয়েছে।
    Total Reply(0) Reply
  • Md.Mafuz ২৪ ডিসেম্বর, ২০১৯, ১:০৫ এএম says : 0
    অত্যন্ত ভাল খবর।
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ মোশাররফ ২৪ ডিসেম্বর, ২০১৯, ১:০৭ এএম says : 0
    সাবাশ এরদোগান, এগিয়ে যান আমরা সাথে আছি।
    Total Reply(0) Reply
  • কাজী হাফিজ ২৪ ডিসেম্বর, ২০১৯, ১:০৭ এএম says : 0
    ইসরাইলকে সমুচিত জবাব দিতে হবে।
    Total Reply(0) Reply
  • m r n ৭ জানুয়ারি, ২০২০, ১১:১১ এএম says : 0
    এরদোগান এগিযান আল্লাহ আছেন আপনার সা েথ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এরদোগান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ