Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিক্ষোভে উত্তাল পশ্চিম তীর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ইসরাইলি কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল অধিকৃত পশ্চিম তীর। নিরপরাধ বন্দী শিশুদের মুক্তি দিতে রামাল্লার রাজপথে সেøাগান দেন হাজারো মানুষ। এদিকে, ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধাপরাধের অভিযোগে, ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত তদন্ত শুরু করতে চাওয়ায় নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। শনিবার অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় বিক্ষোভে ফেটে পড়েন কয়েক হাজার ফিলিস্তিনি। অন্যায়ভাবে ফিলিস্তিনিদের কারাগারে আটকে রাখা হচ্ছে বলে অভিযোগ করেন বিক্ষুব্ধরা। একে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে সেøাগান দেন আন্দোলনকারীরা। ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের উপর দিনের পর দিন নির্যাতন চালাচ্ছে। কোনো কারণ ছাড়াই নিরপরাধ ফিলিস্তিনিদের হত্যা, গুম করছে। ইসরাইলের বিরুদ্ধে কেউ কিছু বললে, তাকে কারাগারে আটকে রাখা হচ্ছে। এভাবে আর কতদিন চলবে। নিজেদের ভূমি ফিরে পাওয়ার দাবিতে ফিলিস্তিনিদের আন্দোলনে ইসরাইলি বাহিনীর হামলায় হতাহতের ঘটনায়, ক্ষোভ জানান আন্দোলনকারীরা। হাতে ইসরাইল বিরোধী প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে অংশ নেন নারী ও শিশুরাও। বিক্ষোভকারীদের দাবি, সাত হাজারেরও বেশি নিরপরাধ ফিলিস্তিনি ইসরাইলের বিভিন্ন কারাগারে বন্দি আছেন। তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় আছেন স্বজনরা। বন্দিদের মুক্তির পাশাপাশি ইরসাইলের দমন-পীড়ন বন্ধে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি ফিলিস্তিনিদের। এদিকে, ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধাপরাধের অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে আইসিসি তদন্ত শুরু করতে চাওয়ায়, এর সমালোচনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। বিবিসি, রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তীর

২৪ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ