Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেছারাবাদে নিজের ইচ্ছামত অফিস করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা

নেছারাবাদ(পিরোজপুর)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৯, ১১:৩৯ এএম

নিয়মিত অফিস করেন না নেছারাবাদ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানষ কুমার দাস। নিজের ইচ্ছামত অফিসে আসেন ; চলে যান সুবিধা অনুযায়ী। নিয়মিত ন্যায় বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত তার অফিস ছিল তালাবদ্ধ। এ নিয়ে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু উপজেলা প্রশাসন ফেসবুক আইডিতে একটি পোষ্ট দিলে মূহুর্তেই ইউএনও এর দেয়া ওই পোষ্টে ব্যাপক নেতিবাচক মন্তব্য পড়ে ওই প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে।

আমিনুল ইসলাম তালুকদার নামে এক স্কুল শিক্ষক মন্তব্য করে বলেন, স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটা তথ্য জাতির সামনে তুলে ধরার জন্য। উধ্বতন কতৃপক্ষ নিশ্চয়ই ব্যবস্থা নিবেন। সিকদার অরূপ নামে অপর এক ব্যক্তি মন্তব্য করে বলেন, স্যার অফিসিয়াল ব্যবস্থা নিতে পারেন আমরা সবাই অন্যায়ের বিরুদ্ধে।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার ব্যাপারে Uno Nesarabad এর ফেসবুক পোষ্টটি পাঠকদের স্বার্থে হুবহুব তুলে ধরা হল, "সকাল ১০.০০ টা জনাব মানষ কুমার দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, নেছারাবাদ এর কার্যালয় প্রতিদিনের মতই বন্ধ। তিনি নিজের ইচ্ছামত কার্যালয়ে আসেন এবং যান। অথচ সরকার সকল কর্মকর্তাকে সকাল ৯.০০ ঘটিকায় কার্যালয়ে বাধ্যতামূলক থাকতে বিশেষ নির্দেশ দিয়েছেন।"
এ ব্যাপারে জানতে চাইলে সকাল ১০. ২৪ মিনিটে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানষ কুমার দাস এর মোবাইলে কল দিলে তিনি বলেন, আমি গাড়ীতে। অফিসে আসতে দেরির কারন জানতে তিনি বলেন, সব সময় তার দেরি হয়না। মাসে পনের থেকে বিশ দিন তার মাঠে থাকতে হয়। তাই অফিসে উপস্থিত হতে দেরি হয়।

জানাগেছে, ওই কর্মকর্তা মানষ কুমার দাস গত এক বছর ধরে নেছারাবাদ উপজেলায় প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তার পদে আছেন। তার বাড়ী বরিশালে। পরিবার নিয়ে তিনি সেখানে থাকেন। যখন ইচ্ছা হয় তখন বরিশাল থেকে অফিসে আসেন।

ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু বলেন, ওনি নিয়মিত ন্যায় অফিসে অনেক দেরি করে আসেন। প্রায় সময়ই তার অফিসে তালা জুলানো দেখা যায়। এ ব্যাপারে উর্ধ্বতনদের জানানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অফিস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ